WB School holiday updates 2023:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে ছুটি ঘোষণা করেছিলেন আগেই! করলেন!আগামী ২৪ মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল। সেই ছুটি তিনি ২রা মে থেকে শুরু হবে বলে আগেই ঘোষণা করেছিলেন! কিন্তু আবহাওয়া অনেকটা নরম হওয়ায় মনে করা হচ্ছিল যে হয় তো সেই ছুটি বাতিল হতে পারে! কিন্তু গতকালকে তিনি দের একবার গরমের ছুটি নিয়ে ঘোষণা করলেন! তিনি জানিয়ে দিলেন যে গরমের ছুটি আগের ঘোষণা মতনই শুরু হবে ! অর্থাৎ ২রা মে থেকেই গরমের ছুটি শুরু হচ্ছে!
আগামী ২রা মে থেকেই সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে, বুধবার ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল নবান্নের এক প্রেস কনফারেন্স করেন! সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন ২ মে-র আগের দিন সোমবার, মে দিবসে স্কুল ছুটি। তার আগের দিন রবিবার। ফলে, শনিবার স্কুল হয়েই গ্রীষ্মের ছুটি পড়ে যাবে। কিন্তু এই গ্রীষ্মকালীন ছুটির পরে কবে স্কুল খুলবে? সেই নিয়ে তিনি কোনও ঘোষণা করেনি! তিনি আগে জানিয়েছিলেন , আবহাওয়া নরম হলে শিক্ষা দফতর পরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে কবে স্কুল খুলবে!
WB School holiday updates 2023
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হয় প্রবল তাপপ্রবাহ। তখনই পরিস্থিতির কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী ২রা মে থেকে
গরমের ছুটি পড়ার কথা জানান। কিন্তু হটাৎ করে তাপপ্রবাহের প্রকোপ আরও বেড়ে যায়! এই তাপপ্রবাহের যেরে ৭ দিনের জন্য, ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সরকারি স্কুল ছুটির কথা ঘোষণা করেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবহাওয়ার উন্নতি হওয়ায়, শিক্ষকদের দাবি ছিল, ২রা মে নয়, আগের সূচি অনুযায়ী ২৪ মে থেকেই গ্রীষ্মের ছুটি পড়ুক। প্রবল তাপপ্রবাহে মাঝে রাজ্যের বেশির ভাগ বেসরকারি স্কুলও বন্ধ করে দেওয়া হয়। তবে, সেই সব স্কুলে অনলাইন ক্লাস হয়েছে।