{PDF}WB special educator recruitment 2025 gazette notification,very big news

WB_special_educator_recruitment_2025_gazette_notification
WB_special_educator_recruitment_2025_gazette_notification

WB special educator recruitment 2025 gazette notification :- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়াতে স্পেশাল এডুকেটর নিচ্ছে রাজ্য। বিশেষ চাহিদাসম্পন্ন চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্পেশাল এডুকেটর (WB special educator recruitment 2025 gazette notification) নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ১০ বছর সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।সংশ্লিষ্ট আবেদনকারীকে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে। টেটে ৮০ নম্বর পাওয়া বাধ্যতামূলক। এখনও পর্যন্ত প্রাথমিকে ২৭০০টি স্পেশ্যাল এডুকেটর পদ শূন্য রয়েছে। এ বার সেই শূন্যপদে নিয়োগে তোড়জোড় শুরু হল।

বিধিতে ১০ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ রয়েছে। পাশাপাশি, কর্মরত স্পেশ্যাল এডুকেটরের জন্যও নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ থাকছে। বলা হয়েছে, যে সমস্ত প্রার্থী সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশ্যাল এডুকেটর হিসাবে কাজ করছেন, তাঁদের বয়স ৫৫ বছর হলেও পরীক্ষা দিতে পারবেন।রাজ্য সরকারের বিধি (WB special educator recruitment 2025 gazette notification) অনুযায়ী, রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ ( আরসিআই) অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই কোনও প্রার্থী স্পেশ্যালজন্য আবেদন করতে পারবেন।

WB special educator recruitment 2025 gazette notification

WB_special_educator_recruitment_2025_gazette_notification
WB_special_educator_recruitment_2025_gazette_notification
  • ২০ থেকে ৪০ বছর বয়সের যোগ্য প্রার্থীরা এই নিয়োগে সুযোগ পাবেন।
  • এই নিয়োগে অংশগ্রহণের জন্য যে সকল টেট পাস প্রার্থীর ১০-০৬-২০২২ তারিখে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর সি আই অনুমোদিত সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন রয়েছে তারাই এই নিয়োগে অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • নিয়োগ প্রক্রিয়া হবে মোট ১০০ নাম্বারের, যার মধ্যে –
  • টেট পরীক্ষায় প্রাপ্ত মানের উপর ভিত্তি করে বরাদ্দ হবে ৮০ নাম্বার,
  • শিখণ দক্ষতা ও ইন্টারভিউর জন্য বরাদ্দ থাকবে – ২০ নাম্বার (১০+১০)।
  • রাজ্যব্যাপি মেরিট অনুযায়ী জেলা ভিত্তিক মেধা তালিকা তৈরি হবে।
  • এরপর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সংশ্লিষ্ট জেলার শুন্যপদে কাউন্সেলিং এর মাধ্যমে নিয়োগপত্র দেবেন।

প্যানেল প্রকাশে (WB special educator recruitment 2025 gazette notification) স্বচ্ছতা মানা হবে বলেও জানানো হয়েছে। প্যানেলে থাকা প্রত্যেক প্রার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তা উল্লেখ থাকবে। প্যানেলের শেষে যিনি থাকবেন, তাঁর মোট নম্বর জানানো হবে। স্পেশ্যাল এডুকেটর নিয়োগের দায়িত্বে থাকবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল।এই প্রথমবার স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এত দিন পর্যন্ত কেবলমাত্র চুক্তিভিত্তিতেই স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হত।

Click Here to download this,”WB_special_educator_recruitment_2025_gazette_notification” File.

WB special educator recruitment 2025 gazette notification

Name of post- The name of the post shall be Special Education Teacher in Primary School.
Age for direct recruitment.- Minimum twenty (20) years and maximum forty (40) years as on the 1 day
of the January of the year of advertisement.
The State Government may by notification, earmark upto 10% of the vacant posts for those who are working
who Paschim Banga Samagra Shiksha Mission (PBSSM) as Special Educators /IED Coordinators and those
are working under Govt.Department
The candidates who already passed TET and otherwise eligible for the post may apply for the post.
A candidate is required to give a preference of District Primary School Council under jurisdiction of which he
is to be posted, if selected.
The Selection Committee of Board shall conduct an O.M.R. based TET with carbon less duplicate, which
shall be retained with the candidates.
The Selection Committee of Board shall publish in its official website the preliminary model answer keys
after the TET and will invite suggestion and/or objections from the candidates: Provided that each such
suggestion/objection must be supported by at least two authentic academic publications.
The Selection Committee of Board shall publish the result of the TET and issue certificate to the TET
qualified candidate following NCTE Norms.
WB special educator recruitment 2025 gazette notification