This Post Contents
WB Teachers Recruitment 2023– রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তে একটি খুবই বড় খবর সামনে আসছে! জানুয়ারি মাসের শেষের দিকেই প্রকাশিত হতে পারে শিক্ষক নিয়োগের মেধা তালিকা বলে খবর!দীর্ঘ দিন আটকে থাকার পরে অবশেষে শিক্ষক নিয়োগের জট কাটছে! প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় বারের জন্ শিক্ষক নিয়োগের মেধা তালিকা! তবে এর জন্য কোর্টের আগাম অনুমতি লাগবে,তাই আগে কোর্টের আনুমটি নিতে এই শিক্ষক নিয়োগের মেধা তালিকা জমা পরবে কোর্টে! সেখান থেকে সবুজ সংকেত পেলেই প্রকাশিত করা হবে চূড়ান্ত (WB Teachers Recruitment 2023) শিক্ষক নিয়োগের মেধা তালিকা!
জানুয়ারির শেষেই মেধা তালিকা হাইকোর্টে জমা দেবে পর্ষদ বলে একটি খবর আজকে সামনে এসেছে! হাইকোর্ট অনুমতি দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ বলে জানা গিয়েছে! এই খবরটি বিস্তারিত ভাবে নীচে দেওয়া হল!
WB Teachers Recruitment 2023
রাজ্যে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক এবং ক্লাস ৯-১২ এর শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা এই পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকে যে খবরটি সামনে এসেছে সেটি হল রাজ্যে দীর্ঘ দিন ধরে আটকে থাকা উচ্চ প্রাথমিকের (WB Teachers Recruitment 2023) শিক্ষক নিয়োগের বিষয়ে! আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে, জানুয়ারির শেষেই মেধা তালিকা হাইকোর্টে জামা করতে চলেছে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন!
দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এর আগে একবার মেধা তালিকা বাতিল করে দিয়েছিল কোলকাতা হাইকোর্টে। ১৪,৩৩৯ টি শূন্য পদে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা (WB Teachers Recruitment 2023) নিয়ে গোড়া থেকেই সতর্ক হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এ প্রসঙ্গে বলতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন “আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই উচ্চ প্রাথমিকের মেধাতালিকা হাইকোর্টে জমা দিতে পারব। যদিও ওই সময় কিছু ছুটি রয়েছে। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমাদের চেকিং প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে।”
আরও পড়ুন:[PDF]Notice for Counseling 2023-শিক্ষক নিয়োগের কাউন্সেলিং,জানুয়ারি মাসে কাউন্সেলিং,নাম সহ লিস্ট জারি!
এবারে মেধা তালিকা প্রকাশিত করার ক্ষেত্রে বেশ কিছুটা সতর্ক কমিশন। এবার নিয় বেশ কয়েকবার (WB Teachers Recruitment 2023) মেধা তালিকা রিভেরিফিকেসন তাঁরা করেছে। কারণ ইতিমধ্যেই শিক্ষক এবং শিক্ষা কর্মী নিয়োগ নিয়ে মুখ পুড়েছে কমিশনের! তাই এবার বেশ সর্তক ভাবে পা রাখছেন তাঁরা।
শেষ মুহূর্তে কি কি পদক্ষেপ নিয়েছে কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা নিয়ে?
- একাধিকবার উচ্চ প্রাথমিকের মেধা তালিকা পরীক্ষা করেছে স্কুল সার্ভিস কমিশন।
- টেটের ওএমআর শিটও চেকিং করেছে এসএসসি।
- বার বার রি-ভেরিফিকেসন করা হয়েছে ওএমআর শিট।
আরও পড়ুন:How to challenge WB primary TET 2022 answer key- প্রাথমিক টেটের নাম্বার বাড়াতে,কিভাবে চ্যালেঞ্জ করবেন?
এ প্রসঙ্গে বলতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “সাম্প্রতিক সময়ে নিয়োগ নিয়ে একাধিক মামলা-মোকদ্দমা হয়েছে। নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। আমরা চাই নির্ভুল নিয়োগ হোক। তার জন্য আমরা একটু সময় নিয়েছি।” প্রসঙ্গত গত ৪ঠা নভেম্বর উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। তারপর থেকেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা নিয়ে চেকিং প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন:Click Here to download – 2022 TET Ans key + Question Paper-from serial no 154
কিছু দিন আগেই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা ,উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হন।সেখানে তাঁরা এই জট যাতে দ্রুত কাটে সেই নিয়ে এবং দুর্নীতিমুক্ত ভাবে শিক্ষক নিয়োগ হয় সেই দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-এর সঙ্গে আলোচনা করেন! দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে! যাতে দ্রুত আদালতে প্যানেল পেশ করা যায় তার জন্যই চাকরিপ্রার্থীরা তা নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আবেদনও জানান।
FAQs
উচ্চ প্রাথমিকের শূন্য পদ কত রয়েছে ?
বর্তমানে ১৪,৩৩৯ টি শূন্য পদ কত রয়েছে ,উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য।
সিট কি আপডেট হতে ?
এই নিয়ে কোনও আপডেট সামনে আসে নি। তবে কিছু দিন আগেই শিক্ষা দপ্তর সমস্ত ডিআই দের কে লেটেস্ট শূন্য পদের বিবরণ দিতে নির্দেশ দিয়েছিল! আপনআদের কি মতামত শূন্য পদ বাড়ানো নিয়ে ? সেটা নীচের কমেন্ট বক্সে লিখুন! বাড়ানো উচিৎ কি উচিৎ নিয় সেটা লিখুন!
কবে মেধাতালিকা কমিশনের সাইটে প্রকাশিত হবে?
উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে জমা দেবে পর্ষদ জানুয়ারি মাসের শেষ দিকে! হাইকোর্ট অনুমতি মিললে মনে করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কমিশনের সাইটে সেই তালিকা চলে আসতে পারে! কিন্তু ফাইনাল ডিসিশন কোর্ট-ই নেবে!
Upper primary seat update kora uchit