WB TET COURT CASE
Primary 16500 নিয়োগ মামলা। রাতারাতি নিয়োগ করা যাবে না। আজ এমনটাই জানিয়েছেন মাননীয় বিচারপতি Rajarshi Bharadwaj। তিনি জানান রাতারাতি এই 16500 নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। প্রয়োজন হলে কোর্ট হস্তক্ষেপ করবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবরাখবর পড়তে এখানে ক্লিক করুন।

কারণ দুটি জেলায় মূলত 16500 নিয়োগের ইন্টারভিউ নিয়ে অভিযোগ তুলে মামলা করা হয়। বলা হয় মাত্র 6 ঘন্টায় কি করে ইন্টারভিউ শেষ করে দেওয়া হয়।
এর ফলে মামালকারীরা আশঙ্কা করছেন যে এই নিয়োগ হয়তোবা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে।
এই দিকে কলকাতা হাইকোর্টে 16500 নিয়োগ বিজ্ঞপ্তি কে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা হয়েছে।
WB TET Court Case:- আজকে সময়ের অভাবে সেই সমস্ত মামলার শুনানি শুরু হয় নি। কিন্তু কোর্ট আজকের ঐ সমস্ত মামলার অবজারভেশন এ জানায় যে এটা মনে করলে ভুল হবে যে,রাতারাতি নিয়োগ সেরে ফেললে ঐ সমস্ত মামলা গুরুত্বহীন হয়ে পড়বে। দরকার পড়লে কোর্ট হস্তক্ষেপ করবে, প্রয়োজনে প্যানেল নিয়েও কোর্ট চিন্তাভাবনা করবে – আজকে হাইকোর্টের অবজারভেশন এটাই বেরিয়ে আসে।সঙ্গে আগামী সোমবার থেকে 3 থেকে 4টি গ্রুপ এ ভেঙে এই মামলা গুলোর শুনানি শুরু হবে সকাল 10.30 থেকে ।