WB Upper Primary Counselling,Very big news about Upper primary court case in 2020

0
11

Some good development and news outcome are out related to WB Upper Primary Counselling.West Bengal School Service Commission or WBSSC is waiting for Kolkata high court green signal to start WB Upper Primary Counselling. As soon as court (Upper primary court case) list stay order WBSSC will start Upper Primary Counselling process.Details news are given below.

Upper primary court case

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের উপর এখন কোর্টের স্টে অর্ডার রয়েছে। এই কেসের সমস্ত শুনানি পর্ব শেষ হয়েছে কোলকাতা হাইকোর্টে। কিন্তু মাননীয়া জাজ এই কেসের ফাইনাল জাজমেন্ট এখনও প্রদান করেননি। তিনি ফাইনাল জাজমেন্ট রিজার্ভ রেখেছেন।

সম্ভবনা প্রবল যে সামনের সপ্তাহের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের ১৯ থেকে ২২ তারিখের মধ্যে এই নিয়ে কিছু আপডেট আসার।

আরও নিউজ পড়ুন আপার প্রাইমারি নিয়ে- এখানে ক্লিক করুন

এবার যদি কোর্ট থেকে স্টে অর্ডার তুলে নেওয়া হয় (সেটা সময়ই বলতে পারবে) ,তাহলে স্কুল সার্ভিস কমিশন খুব দ্রুত কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করবে বলে খবরে উঠে এসেছে !

WB Upper Primary Counselling
WB Upper Primary Counselling

Upper Primary Counselling

জানা গিয়েছে স্টে অর্ডার উঠলেই যতদ্রুত সম্ভব West Bengal School Service Commission বা WBSSC এই কাউন্সিলিং -এর পর্ব শুরু করে দেবে , এর জন্য (Upper Primary Counselling) আগে থেকেই WBSSC ৭ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে।

upper primary court case update in this situation
upper primary court case update in this situation

কিভাবে WBSSC,(Upper Primary Counselling,(Upper primary court case) হবে সেটা এক নজরে দেখে নেওয়া যাক

  1. প্রথমে স্থগিতাদেশ উঠলেই পরের দিন অনলাইনের মাধ্যমে অর্থাৎ WBSSC এর ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রার্থীদের জানিয়ে দেওয়া কারা কারা সুযোগ পাচ্ছেন কাউন্সলিং প্রক্রিয়ায়।
  2. কোন কোন স্কুলে কোন কোন বিষয়ে শূন্যপদ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তালিকা জানিয়ে দেওয়া হবে কমিশনের ওয়েবসাইটে
  3. এর পরে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের স্কুল পছন্দের জন্য দু থেকে তিন দিন সময় দেওয়া হবে।
  4. এর পরে প্রার্থীদেরকে স্কুল বাছতে দেওয়া হবে ।
  5. একাধিক স্কুল বাছাই করতে দেওয়া হতে পারে বলে খবর ।
  6. স্কুল বাছায়ের পর্ব মিটলে এসএসসি তাদের সুপারিশ পত্র বা রেকমেন্ডেশন লেটার অনলাইন মারফত প্রার্থীদের দিয়ে দেবে।
  7. রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর প্রার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট মারফৎ অনলাইনে তাদের নিয়োগ পত্র দেখতে পাবে এবং তা ডাউনলোড করতেও পারবে বলে খবর।
  8. এর সঙ্গে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক (ডিআই- সেকেন্ডারি) কে মধ্যশিক্ষা পর্ষদের তরফে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে।
  9. হেড অফ দ্যা ইনস্টিটিউট সফল প্রার্থীদের জয়েনিং এর সময় ডকুমেন্ট ভেরিফিকেসন করবেন।
  10. আরও ডিটেলস আপডেট শেয়ার করা হবে, সেই গুলো আসলে।

WBSSC,(Upper Primary Counselling),(Upper primary court case)

শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট পেতে এবং আপার প্রাইমারি কেস নিয়ে আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।

WBSSC,(Upper Primary Counselling,(Upper primary court case)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here