This Post Contents
Very big news came today about WB HS 2020 Result.WBCHSE HS exam 2020 Latest News and details updates are out.
WBCHSE HS Exam 2020 Latest News,WB HS 2020 Result
আজ মাধ্যমিক পরীক্ষা ২০২০ রেজাল্টের দিনক্ষণ প্রকাশিত হল। জানা গিয়েছে যে আগামী কাল প্রকাশিত হতে চলেছে এই বছরের অর্থাৎ ২০২০ সালের WB Madhyamik Result . এই রেজাল্ট বেলা ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে । এই নিয়ে আরও আপডেট তথ্য পেতে এবং কিভাবে ,কোন সাইটে দেখা যাবে WB Madhyamik Result ২০২০ ,এখানে ক্লিক করুন।
আজ আর একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে সেটা হল উচ্চমাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ প্রকাশিত হওয়া নিয়ে। জানা গিয়েছে খুব সম্ভবত ১৭ই জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে ! এই নিয়ে পরে আরও বিস্তারিত আপডেট তথ্য বেরিয়ে আসবে । সেই সমস্ত নিউজ পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন ।
Some Important updates about HS and MP Exam Result Out In 2020
এই বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর রেজাল্ট প্রকাশিত হওয়া নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে । এই করোনা পরিস্থিতির জন্য কিভাবে ছাত্রছাত্রীদের মার্কসিট এবং সার্টিফিকেট দেওয়া হবে সেই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর বেরিয়ে আসছে এবং কিছু অফিশিয়াল খবর বেরিয়ে আসবে পরে।
জানা গিয়েছে যে, এবারের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট সরাসরি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে না ! অভিভাবকদের হাতে স্কুলের নির্দিষ্ট সময়ে তুলে দেওয়া হতে পারে মার্কশিট এবং সার্টিফিকেট। যদিও রেজাল্ট প্রকাশিত হওয়া দিনে ছাত্রছাত্রীরা অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবে । এবং করোনা নিয়ম বিধি এবং সোসাল ডিসটেন্সে মেনে বিতরণ করা হবে মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলে স্কুলে ।
www.wbbse.org | ক্লিক করুন এখানে |
wbresults.nic.in | ক্লিক করুন এখানে |
www.exametc.com | ক্লিক করুন এখানে |
OFFICIAL SITE | VISIT > www.wbbse.org |
OFFICIAL SITE | VISIT > wbchse.nic.in |
মেধাতালিকা প্রকাশিত হবে ??
এই বারের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হবে । যেহেতু মাধ্যমিকের সমস্ত পরীক্ষা হয়ে গিয়েছিল তাই। কিন্তু জানা যাচ্ছে যে এই বছরের উচ্চমাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে না ! কিন্তু এই নিয়ে এখনও কোনও অফিশিয়াল নোটিশ বা নিউজ আসে নি ফোলে,এখনই এই নিয়ে সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না । আমাদের সোর্স মারফৎ যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে জানা যাচ্ছে এই বছরের HS এর মেধাতালিকা প্রকাশিত হবে না ।
এই বছরের HS এর নাম্বার বিভাজন নিয়েও সংসদ আগেই নোটিশ জারি করেছে । এবং সেই মোতাবেক এই বছরের নাম্বার দেওয়া হবে ।
১৭ জুলাই শুক্রবার বিকেলে ৪টে-তে প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ঐ দিনই উপরের দেওয়া ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এবারের HS এর মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হতে পারে ৩১ জুলাই বা তাঁরও পর থেকে।নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্কুল এই মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণের কাজ করবে বলে জানা গিয়েছে ।
FAQs
WB HS এর ফলাফল কবে আসবে ?
সম্ভবত ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে।
WB Madhyamik এর ফলাফল কবে আসবে ?
আগামী কাল, অর্থাৎ ১৫ ই জুলাই।
কিভাবে WB Madhyamik এর রেজাল্ট চেক করবো ?
উপরে দেওয়া একাধিক ওয়েবসাইট থেকে WB Madhyamik এর রেজাল্ট চেক করতে পারবে । এর মধ্যে একটি হল wbresults.nic.in
WB Madhyamik এর মেধাতালিকা কি প্রকাশিত হবে এবার ?
হ্যাঁ ।
WB HS এর মেধাতালিকা কি প্রকাশিত হবে এবার ?
না বা চান্স খুবই কম ।
WB Madhyamik এবং HS এর সার্টিফিকেট কিভাবে পাবো ?
নিজের স্কুল থেকে। অভিভাবকদের মাধ্যমে ।