WBPSC,Govt jobs Will Complete All Left Examination and Interview Soon

0
15

Wbpsc,Govt jobs examination and interview which was postponed due corona effect will conduct soon after withdrawal this lockdawn says psc chairman.

LATEST UPDATES ABOUT WBPSC EXAM AND GOVT JOBS.

 

করোনার পরিস্থিতির জন্য এখন দেশে লকডাউন চলছে। এর ফলে আটকে গিয়েছে একের পর এক নিয়োগ পরীক্ষা। যার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পরেছে WBPSC (পঃবঃপিএসসি) এর উপর । তাঁরা আগেই থেকেই এই বছরের পরীক্ষার এবং নিয়োগের কর্মকাণ্ড ঘোষণা করে রেখে ছিল । সেই সব নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে এখন।

 

যাতে ঐ সমস্ত বন্ধ থাকা নিয়োগ পরীক্ষা এবং ইন্টারভিউ দ্রুত শুরু করা যায় সেই জন্য প্রস্তুতি শুরু করে দিল WBPSC বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । নবান্ন থেকে কাজে যোগদানের যে নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছিল নির্দিষ্ট পরিমানে কর্মচারীদের গত ২০ তারিখ থেকে কাজে যোগদান করতে হবে। এই কাজে যোগদান  এর বিষয়ে বেশ কিছু শর্ত জুরে দিয়েছিল নবান্ন। সেটা দেখতে এখানে ক্লিক করুন।

 

করোনার গ্রাসের কারনে এখনও অব্দি ছোট বড় মিলিয়ে খান তিরিশের বেশি পরীক্ষা বাতিল হয়েছে। পাশাপাশি অসংখ্য নির্ধারিত ইন্টারভিউ সম্পন্ন করা যায়নি। সেই পরীক্ষা গুলকে কিভাবে নেওয়া যায় সেই কর্মকাণ্ড চলছে এখন।

 

WBPSC
WBPSC

মোটামুটি সমস্ত কাজ নির্দিষ্ট নিয়ম মেনে করলেও  একটা চিন্তা এখন ভাবাচ্ছে সেটা হল ,তাতে আগামী ৩ মে থেকে ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধি পাবেনাতো ! কারন ফের যদি এই  লকডাউনের মেয়াদ বৃদ্ধি  পায় তাহলে পরে থাকা সমস্ত প্রক্রিয়া ফের একবার অনেক পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

 

 

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং মামলা নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং মামলা নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here