wbssc 26000 job cancelled list-নবম থেকে দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক(class ix-x assistant teacher), গ্রুপ সি(group-c) এবং ডি (অশিক্ষক কর্মী-group-d) নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি{wbssc} প্রকাশ করেছিল ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি। সেই বছরই ২৭ নভেম্বর ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হয়। প্রায় দু’বছর পর প্রকাশিত হয় চূড়ান্ত প্যানেল এবং প্রার্থীদের মেধাতালিকা।
২৬ হাজার চাকরি বাতিল রায়ে কি কি বলা হয়েছে?
- হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ !
- গোটা প্রক্রিয়া অস্বচ্ছ, নতুন করে নিয়োগ করতে হবে !
- শীর্ষ আদালতে যোগ্য-অযোগ্যদের আলাদা করে {wbssc 26000 job cancelled list} তালিকা জমা দেয় এসএসসি!
- ‘অযোগ্য’দের চাকরি যাবে, ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে, নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না ‘অযোগ্য’রা!
- বেআইনিভাবে নিয়োগ হওয়া মোট ৬ হাজার ২৭৬ জনকে চিহ্নিত করার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে এসএসসি। সম্ভবত তারাই টাকা ফেরাবে।
- ‘যোগ্য’দের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ !
- যাঁরা অন্য দপ্তরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পাবেন!এই সংখ্যাটি সম্ভবত ৪২৩ জনের।
- পুরনো চাকরি ফেরত পেতে ৩ মাসের মধ্যে লিখিত আবেদন করতে হবে!
- বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না!
- নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা!
- চাকরি থাকছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের!
- এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে!

সেই অনুযায়ী ২০১৯ সালের গোড়ায় চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। সেই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে ২০২১ সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে সিবিআই তদন্ত এবং তার জেরে বেআইনি নিয়োগ বাতিলের রায় হয়। সেই রায় নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয় ডিভিশন বেঞ্চের নির্দেশে। এই প্রেক্ষিতেই একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে।
কিন্তু শীর্ষ আদালত তা ফেরত পাঠায় হাইকোর্টেই। শেষ পর্যন্ত ২০২৪ সালের ২২ এপ্রিল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ বেঞ্চ। সেই রায় চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম শুনানি শুরু হয় ২৯ এপ্রিল। ২৬ বার শুনানির পর অবেশেষে গত বৃহস্পতিবার অর্থাৎ ৩রা এপ্রিল ২০২৫ সেই মামলার ফাইনাল রায়দান হয়।
রায়ে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছে, অবৈধ ভাবে চাকরি পেয়েছিলেন বলে যাঁরা ইতিমধ্যেই চিহ্নিত(সংখ্যাটি প্রায় ৬,২৭৬ জনের),তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার পাশা পাশি পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট , তাতে আদালত হস্তক্ষেপ করবে না। ওই অযোগ্য হিসাবে প্রায় চিহ্নিত চাকরিপ্রার্থীদের বেতনও ফেরত দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
যদিও কিছু জনকে অযোগ্য হিসাবে প্রায় চিহ্নিত করেছে এসএসসি কিন্তু ২৬ হাজার জনের মধ্যে অধিকাংশ চাকরিপ্রার্থীই যোগ্য বা অযোগ্য বলে এখনও চিহ্নিত করা যায়নি! শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হওয়ায় তাঁদের চাকরিও বাতিল হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, যাঁরা যোগ্য বা অযোগ্য বলে চিহ্নিত নন, তাঁরা সকলেই নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বয়সে ছাড়ের কথাও রায়ে উল্লেখ করা হয়েছে। শীর্ষ আদালতের মন্তব্য, ‘‘আমাদের মতে, এটাই ন্যায্য। এটাই হওয়া উচিত। এতে তাঁরা আবার নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন।’’
wbssc 26000 job cancelled list
অভিযোগ | সংখ্যা |
প্যানেলের বাইরে থেকেও নিয়োগ পেয়েছে | প্রায় ১,৪৯৬ জন |
র্যাঙ্ক টপকে নিয়োগ পেয়েছে | প্রায় ৯২৬ জন |
ওএমআর(OMR) ‘মিসম্যাচ’ হয়েছে | প্রায় ৪,০৯১ জনের |
এসএসসির সুপারিশ ছাড়াই নিয়োগপত্র পেয়েছে | প্রায় ২,৩৫৫ জন |
এই লিস্টটা পরিবর্তনও হতে পারে! এই লিস্টটা {wbssc 26000 job cancelled list} আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি!
wbssc 26000 job cancelled list SP court order copy

wbssc 26000 job cancelled list
জেলা | চাকরি বাতিল সংখ্যা |
পূর্ব বর্ধমানে | প্রায় ২,৫০০ জন |
পশ্চিম বর্ধমানে | প্রায় ৩৪৭ জন |
উত্তর ২৪ পরগনায় | প্রায় ১৯০০ জন |
দক্ষিণ ২৪ পরগনায় | প্রায় ১,০৬৭ জন |
হাওড়ায় | প্রায় ৭০০ জন |
নদিয়ায় শিক্ষক-অশিক্ষক মিলিয়ে | প্রায় ৯০৬ জন |
হুগলি | প্রায় ৮০০ জন |
মুরর্শিদাবাদ | প্রায় ৩১০০ জন |
বাঁকুড়ায় | প্রায় ১,০৩৬ জন |
বীরভূমে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলে সংখ্যা | প্রায় ১,০২৫ জন |
উত্তর দিনাজপুরে | প্রায় ১,১০০ জন |
দক্ষিণ দিনাজপুর | প্রায় ৫৯০ জন |
কোচবিহার | প্রায় ৫১০ জন |
জলপাইগুড়ি | প্রায় ৩৩০ জন |
যদিও জেলাওয়ারিভাবে এই তথ্য উঠে এসেছে। পূর্ণাঙ্গ তথ্য পেলে হয়তো সংখ্যায় {wbssc 26000 job cancelled list} কিছু বদল হতে পারে।