{WBSSC 26000 LIST} ‘যোগ্যদের সম্পূর্ণ তালিকা! সল্টলেকে এসএসসি ভবনের সামনে তুলকালাম

WBSSC_6861_Recruitment_2022
WBSSC_6861_Recruitment_2022

WBSSC 26000 LIST- সল্টলেকে এসএসসি ভবনের সামনে তুলকালাম!কোথায় তালিকা?’ ৬টার সময় পেরতেই SSC ভবনে ধুন্ধুমার পরিস্থিতি, ‘সারারাত পড়ে থাকব’, হুঙ্কার শিক্ষকদের! এই মুহূর্তে বড় খবর যে ,’থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য’ বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম। পুলিশের উপর আছড়ে পড়ল চাকরিহারাদের ভিড়! একদিকে এসএসসির সঙ্গে বৈঠক, আরেক দিকে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। শিক্ষক নিয়োগের সময় মোট কাউন্সেলিং হয়েছিল ১২টি। নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৭ টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ৫টি, নিয়ে মোট ১২ টি!

এসএসসি (WBSSC) ভবনের ভিতরে অবস্থানে রয়েছে ১৩ জন ক্যান্ডিডেট এবং তাঁরই ভিতর থেকে অনেক তথ্য আন্দোলনকারী চাকরিহারাদের দিচ্ছেন! চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন, ওই ১২টি কাউন্সেলিংয়ে যাঁরা ছিলেন, সবগুলি থেকে এক জন করে প্রতিনিধি যাবেন এসএসসি চেয়ারম্যানের কাছে। শেষ পর্যন্ত মোট ১৩ জন বৈঠক করতে যান এসএসসি ভবনে।

সেখানে থেকে এই মুহূর্তে বড় খবর যে শুধুমাত্র থার্ড কাউন্সিল অব্দি প্রার্থীরা যোগ্য যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আন্দোলনকারী চাকরিহারারা! তাঁদের দাবি কোলকাতা হাইকোর্ট , সুপ্রিম কোর্ট কোথায় বলে নি যে শুধুমাত্র থার্ড কাউন্সিল অব্দি প্রার্থীরা যোগ্য! এখনও অব্দি রাজ্য সরকারের বা শিক্ষা মন্ত্রীর বা SSC চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি!

আরও খবর সামনে আসছে…খবরটি সম্প্রতি সামনে এসেছে !! বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন।

WBSSC 26000 LIST

WBSSC 26000 LIST
WBSSC 26000 LIST

CLICK HERE TO DOWNLOAD- “WBSSC 26000 LIST

আজকেই কথা দেওয়া হয়েছিল সন্ধ্যা ৬টায় তালিকা প্রকাশ প্রকাশ করা হবে কিন্তু ৭টা ১০ হয়ে গেলেও তালিকা প্রকাশ হয়নি! শিক্ষা দফতর সূত্রে খবর, গত রবিবারই ‘যোগ্য’ (WBSSC 26000 LIST) চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দফতরকে ইমেল করে পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন(WBSSC )। ঐ তালিকায় চাকরিপ্রার্থীরদের নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য ছিল বলেও জানা গিয়েছিল! তালিকায় এমন ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা প্রায় ১৯ হাজার বলে দাবি করা হয়েছিল।