This Post Contents
WBSSC 2nd SLST Syllabus– রাজ্য শিক্ষক নিয়োগে একাধিক আপডেট তথ্য বেরিয়ে আসছে । এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আপডেট তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। আজকের এই প্রতিবেদনে মূলত ডাবলুবি এসএসসি এস টি নিয়ে যে নোটিফিকেশন জারি হয়েছে তার {WBSSC 2nd SLST Syllabus} সিলেবাস কি হতে পারে, সেই নিয়ে আলোচনা করবো। তার সঙ্গে সঙ্গে WBSSC এর যে সমস্ত এক্সাম রয়েছে 2022 এ , সেই সমস্ত এক্সামের সিলেবাস এবং পরীক্ষার কাঠামো কি হতে পারে ,সঙ্গে গেজেট নোটিফিকেশন কি বলছে , সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো।
WBSSC 2nd SLST Syllabus
WBSSC has recently published 2nd SLST 2022 notification for assistant teacher and headmaster and headmistress recruitment in West Bengal various Schools. In this post we share SSC SLST Syllabus 2022. This syllabus have been taken from both the SLST 2016 Syllabus and recent Santhali Medium Teacher Recruitment Syllabus ,which were published by West Bengal SSC earlier on their official website.
WBSSC Syllabus 2022
WBSSC Preliminary Test or PT (150 Marks):
GK & Current Affairs | 70 Marks |
Arithmetic & Mensuration | 40 Marks |
English | 40 Marks |
Total | 150 Marks |
WBSSC Mains Exam (200 Marks):
- a) i) English Composition and Comprehension 50 Marks
- (a) ii) Language of the Medium of Instruction 50 Marks
- (b) Knowledge of Subject 100 Marks
- Total 200 Marks
নতুন পরীক্ষা নিয়ে এবং গেজেট নোটিফিকেশন শিক্ষক নিয়োগ নিয়ে জানতে এখানে ক্লিক করুন।
WBSSC Vacancy 2022
Sate | West Bengal |
Commission | School Service Commission |
Subject | Vacancy Updates |
About | West Bengal Various School Teachers Recruitment in 2022 |
Assistant Teachers vacancy For New Exam | 35,000-36,000{Tentative} |
Head-Master/Head-Mistress | 2,200-3,000{Tentative} |
WBSSC Waiting List Vacancy Updates
কোন কোন ক্ষেত্রে শূন্য পদ বাড়ানো হল | প্যানেলভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের জন্য এবং এর সঙ্গে কর্ম ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের জন্য। |
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক এবং গ্রুপ সি-গ্রুপ ডি পদে | শূন্যপদ বেড়েছে ৫২৬১টি । |
কর্মশিক্ষায় | ৭৫০টি বাড়তি শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে । |
শারীরশিক্ষায় | ৮৫০টি বাড়তি শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে । |
সর্বমোট | ৬৮৬১ টি |
কোন নিয়োগ প্রক্রিয়া কখন হবে?
জানা গিয়েছে যে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নোটিফিকেশন জারি হয়েছে এবং শূন্যপদ বৃদ্ধি করা হয়েছে, এক্ষেত্রে প্রথমে নিয়োগ করা হবে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদেরকে। এরপর নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে । তার জন্য প্রথম বিজ্ঞপ্তি বেরোবে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য । সেটা সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে ।
১.ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ। |
⟱ |
২.এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য |
⟱ |
৩. এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য । |
কিছুদিন আগে রাজ্যের সাঁওতালি মিডিয়াম স্কুলের শিক্ষক নিয়োগ করা হয়েছিল । মনে করা হচ্ছে যে ঐ সিলেবাসের ধাঁচের নতুন সিলেবাস প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবারের পরীক্ষার {2022 সালের} জন্য। তাই আমরা আপনাদের সামনে এখন সাঁওতালি মিডিয়াম স্কুলের শিক্ষক নিয়োগের সিলেবাস নীচে শেয়ার করে দিলাম। এই সিলেবাস দিয়ে আপনারা আপনাদের প্রস্তুতি এখন চালিয়ে জান। তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যখন আমরা নতুন পরীক্ষার সিলেবাসের লিঙ্ক পাবো তখন সেটা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো।
ENGLISH (GRAD) | Click Here |
GEOGRAPHY (GRAD) | Click Here |
ENGLISH (UP) | Click Here |
HISTORY (GRAD) | Click Here |
LIFE SCIENCE (GRAD) | Click Here |
MATHEMATICS (GRAD) | Click Here |
PHYSICAL EDUCATION(PASS) | Click Here |
PHYSICAL SCIENCE (GRAD) | Click Here |
WORK EDUCATION(PASS) | Click Here |
PURE SCIENCE(UP) | Click Here |
GEOGRAPHY(UP) | Click Here |
FAQs
Wbssc 2nd slst vacancies?
There also 36,000 vacancies for assistance teachers recruitment in 2nd alat.
How many vacancies are there for wbssc hm recruitment in 2022?
There are 2,200 to 3,000 vacancies are there for wbssc hm recruitment in 2022.
How much waiting listed candidates are recruit from previous panel?
Almost 6860 vacancies are created for recruitment of waiting list candidates from previous list.
waiting list panel expire date ?
After 31/12/2022 ,this new panel will expire.
what is vacancy for work and physical education teachers recruitment from previous panel ?
Total 1,600.
Qualification ??
WILL PROVIDE SOON
What is vacancy group C and Group D waiting list? How many candidates are waiting for group C and D for malda district. catagory wise waiting list please?
What is create vacancy group C and Group D waiting list? How many candidates are waiting for group C and D for malda district. catagory wise waiting list please?
Provide,if we get