wbssc 4th phase news,upper primary merit list, high and primary school transfer news

0
33

স্কুল সার্ভিস কমিশন বা ssc নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে সেটি হল যে,এই মাসের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ এর জন্য চতুর্থ দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই মাসেই বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে এখনও হেড মাস্টারের নিয়োগের বেপারে এখনও কিছু খালি পদ রয়েছে ফলে এই বিষয়ে তৃতীয় দফা হতে পারে। উচ্চ প্রাথমিকের পার্সোনালিটি টেস্টও শেষ হয়েছে। নম্বর যোগ করে মেধাতালিকা প্রকাশের কাজটিও খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। তবে আইনি জটিলতা কাটার পরই মেধা তালিকা প্রকাশ হবে ।

আরও পড়ুন আপার প্রাইমারি কোর্ট কেস নিয়ে লেটেস্ট আপডেট 

আরও পড়ুন শিক্ষক দিবসে কিছু ঘোষণা হতে পারে শিক্ষক নিয়োগ, বেতন বৃদ্ধি আরও অন্যান্য বিষয়ে 

ট্রান্সফার নিয়ে কিছুদিন আগে যে আপডেট বেরিয়ে এসেছিল তাতে বলা হয়েছিল যে সমস্ত রকম ট্রান্সফার বন্ধ, কিন্তু আজ জানা যাচ্ছে, মিউচুয়াল এবং স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এখনও চালু আছে। প্রাথমিকে যেমন মিউচুয়াল ট্রান্সফার চলছে তেমনই চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here