[PDF] সুপ্রিম কোর্টে নির্দেশ মেনে জারি হল ৯০৭ জন শিক্ষকের নাম সহ ডিটেলস ,উত্তরপত্রে কারচুপি করে চাকরি,ওএমআর শিট দেখবে সুপ্রিম কোর্ট!

0
435

সুপ্রিম কোর্টে নির্দেশ মেনে জারি হল ৯০৭ জন শিক্ষকের নাম সহ ডিটেলস-উত্তরপত্রে কারচুপি করে চাকরি,ওএমআর শিট দেখবে সুপ্রিম কোর্ট! ওএমআর শিট প্রকাশ নয়, স্থগিতাদেশ শীর্ষ আদালতের,কিন্তু সুপ্রিম কোর্ট সেই ওএমআর শিট দেখবে, তাই ঐ সমস্ত ওএমআর শিট সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজকে কমিশন ৯০৭ জন শিক্ষক- শিক্ষকার ডিটেলস জারি করেছে! স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে- সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে(dated 25.07.2023 in Diary no. 28088 of 2023 and diary no. 28468 of 2023), পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে 2016-এর একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষকের (পার্বত্য অঞ্চল ব্যতীত) পদের জন্য 907 জন প্রার্থীর বিবরণ প্রকাশিত হয়েছে।

এখানে ক্লিক করে সেই ৯০৭ জনের ডিটেলস পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন! সিরিয়াল নম্বর ২১১ থেকে!

মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় এখনই ওএমআর শিট প্রকাশ করবে না স্কুল সার্ভিস কমিশন। বরং মুখ বন্ধ খামে ওএমআর শিট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতিরা ওই শিট খতিয়ে দেখবেন। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।

গত ৭ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন!স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ দু’পক্ষকেই দু’সপ্তাহের মধ্যে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) প্রকাশ করতে হবে কমিশনকে।

উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকাও প্রকাশ করতে হবে, যাঁদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। মঙ্গলবার শীর্ষ আদালত ওএমআর শিট প্রকাশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও নাম, ঠিকানা সম্বলিত তালিকা প্রকাশের নির্দেশ বহাল রেখেছে।

গতকালকে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই আজকে কমিশন নিজেদের ওয়েবসাইটে ক্যান্ডিডেটদের নাম , রোল নম্বর সহ লিস্ট জারি করেছে! সেই লিস্ট দেখতে হলে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here