এইমাত্র প্রধান শিক্ষক এর নিয়োগপত্র দেবার জন্য নথি পত্র যাচায়ের দিনক্ষণ প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ । এই মর্মে আজ নোটিশ জারি করেছে । প্রার্থীদেরা http://wbbse.org এই সাইট গিয়ে নিজেদের আপডেট তথ্য দেখতে পাড়বেন।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বোর্ড পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের দ্বারা প্রস্তাবিত সকল প্রার্থীদের প্রশংসাপত্র যাচাই করতে পারবে ,নথি যাচাইকরণ সাপেক্ষে নিয়োগপত্রপত্র জারি করা হবে।
সকল প্রার্থীর কাছ থেকে যাচাইয়ের জন্য নিম্নলিখিত নথিগুলির আসল এবং একটি ফটোকপি প্রত্যেক নথির আনতে হবে ।
15/07/2019 | District (of posting) Name (1st half)- 11.A.M.: Alipurduar ,Bankura ,Birbhum,Coochbehar,Dakshin Dinajpur, Jalpaiguri,Malda,Murshidabad,Uttar Dinajpur ,Siliguri |
15/07/2019 | District (of posting) Name (2nd half)- 2.00.P.M.: Burdwan,Hooghly,Howrah, |
16/07/2019 | District (of posting) Name (1st half)- 11.A.M..: Kolkata,Nadia,Paschim Midnapore,Purba Midnapore, Purulia |
16/07/2019 | District (of posting) Name (2nd half)- 2.00.P.M.: North 24 Pgs, South 24 Pgs |