আজ আপারের মামলার শুনানি ,তার আগে আচমকাই সরানো হল ssc চেয়ারম্যানকে ,কেন ??

0
22

গত কাল রাতে আচমকাই ssc চেয়ারম্যানকে সরানোর খবর প্রকাশিত হয়। সেই নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। আজ আপার প্ৰাইমারী কোর্ট কেসের শুনানী আছে ঠিক তার আগে এমন কি ঘটল যে,হটাৎ করে ssc চেয়ারম্যানকে অপসারিত করা হল ?

screenshot 20200116 0820408466572349505272075

যেটা জানা গিয়েছে, দীর্ঘ দিন শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার ssc চেয়ারম্যানের সৌমিত্র সরকারের কাজে খুশি ছিলেন না। একদিকে তাঁর সময়কালে উচ্চ প্রাথমিক ছাড়া ,নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির , হেড মাস্টার নিয়োগ সম্পন্ন হয়েছে বা হচ্ছে ! কিন্তু প্রায় সব নিয়োগের ক্ষেত্রে একের পর এক মামলায় বিদ্ধ হতে হয়েছে সরকারকে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির নিয়োগ নিয়ে আইনি জট অব্যাহত।আজ সেই মামলার আজ গুরুত্বপূর্ণ শুনানী আছে। এবং বিশেষ করে আপার প্ৰাইমারী নিয়ে তার কাজে কিছুটা রুষ্ট হয়েছিল সরকার । তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় আপাতত কমিশনের এক আধিকারিককে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান যোগ না-দেওয়া পর্যন্ত তিনিই কাজ চালিয়ে যাবেন বলে খবর প্রকাশিত হয়েছে।

অপার প্ৰাইমারী কোর্ট কেস এবং নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here