WBSSC upper primary online application process|very big news upper primary in 2021

2
67

From today WBSSC upper primary online application process starting. Those candidates who have already made online application in respect of 2016 WBSSC upper primary online application notification can now participate in this online application process.

WBSSC upper primary online application process

১১/১২/২০২০ তারিখের কোলকাতা হাইকোর্টের রায়ের পর ফের একবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে অনলাইন {WBSSC upper primary online application process} অ্যাপ্লিকেশন। স্কুল সার্ভিস কমিশনের নোটিশ অনুসারে আজ থেকে শুরু হবে এই আবেদনের প্রক্রিয়া। কিভাবে করবেন তার সাম্ভাব্য রূপরেখা নীচে বলা হয়েছে।

Step by step guidelines for upper primary online verification process in 2021

**এই এপ্লিকেশনের সময় আপনাকে মনে রাখতে হবে যে ২৪/১০/২০১৬ র পরে আপনি কোনও একাডেমিক যোগ্যতা এই এপ্লিকেশনের সঙ্গে যুক্ত করতে পারবেন না।

Step 1

প্রথমেই আপনাকে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট {WBSSC} খুলে নিতে হবে।

Step 2

এর পরে আপনি ঐ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটে একটি লিঙ্ক দেখতে পাবেন {এখানে ক্লিক করে জানতে পারবেন}। সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে।

Step 3

যেই আপনি ঐ লিঙ্কে ক্লিক করবেন,সেই আপনি একটি লগইন পেজ দেখতে পাবেন। সেখানে আপনি আপনার রোল নম্বর অথবা আইডি এবং ডেথ অফ বার্থ সঙ্গে CAPTCHA দিয়ে লগইন করবেন।

Step 4

এর পরে একটি স্ক্রিন সামনে আসবে যেখানে আপনি আগে দেওয়া মোবাইল নাম্বার দেখতে পাবেন।

এখানে যদি আপনি চান তাহলে আপনার পুরাতন মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে একটি সেলফ ডিক্লেরেসন দিতে হবে । এই দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন।

Step 5

এর আপনাকে হয় পুরাতন মোবাইল নাম্বারে অথবা নতুন নাম্বারে{যদি চেঞ্জ করেন তাহলে} একটা OTP আসবে ।

Step 6

OTP সাবমিট করে আপনাকে লগইন করতে হবে।

Step 7

২০১৬ সালের অনলাইনের ভেরিফিকেসন এর সময় যে তথ্য গুলো আপনি দিয়েছিলেন ,তাঁর ভিত্তিতে{আপনার ডাটাবেসের ভিত্তিতে} আপনার তথ্য গুলো সামনে আসবে। এই তথ্য গুলো রিড-অনলি{read-only} মোডে থাকবে। এই তথ্য গুলোকে আপনি চেঞ্জ করতে বা এডিট করতে পারবেন না।

Step 8

এর পর এক এক করে আপনাকে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে জেপিইজি{JPEG} ফর্মেটে।

Step 9

ডকুমেন্ট আপলোড এর সময় খেয়াল রাখবেন যে ডকুমেন্ট চাইছে সেই ডকুমেন্ট এর ছবি যেন আপলোড করা হয়।

Step 10

Document required for upper primary online verification in 2021

কি কি ডকুমেন্ট লাগবে ? {WBSSC upper primary online application process}

1.voter card/Driving license/PAN card/Passport/Aadhaar card
2.MP admit
3.MP MARK SHEET
4.H.S MARK SHEET
5.Graduation All Mark sheet
6.All training Mark sheet
7.NCTE institution approval copy
8.Cast certificate copy if required
9.Disability certificate if any
10.One recent Colour stamp size photo with signature

আপার এবং ক্লাস ৯-১২ এর নিয়োগ সংক্রান্ত খবর পড়তে এখানে ক্লিক করুন>> WBSSC

upper primary court case update in this situation
upper primary court case update in this situation

একটু পরে একটি লাইভ এপ্লিকেশন করে দেখানো হবে, কিভাবে এই আবেদন করবেন, পোস্টটি এখানে ক্লিক করে জানতে পারবেন। যখনই সার্ভার এক্টিভ হবে ।

Important guidelines about WBSSC upper primary online application process

মাধ্যমিক মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক মার্কশিট সঠিক জায়গায় আপলোড করা ।
গ্রাজুয়েশনে আপনার যত গুলো মার্কশিট আছে সেই গুলো একটা ফাইলে করা ।
ডিএলএড/বিএড এর সার্টিফিকেট ভালো ভাবে নির্দিষ্ট ঘরে আপলোড করা।
NCTE approval copyঃ- এর অর্থ হচ্ছে আপনার ট্রেনিং শিক্ষা প্রতিষ্ঠানের NCTE স্বীকৃতির প্রমাণ এর নথি।
NCTE approval copy হিসেবে দেখাতে পারেনঃ-
RTI Copy / NCTE approval নোটিশ /কলেজ থেকে দেওয়া আপনাকে approval নোটিশ ।
একটি সাদা কাগজে নিজের recent Colour ফোটোগ্রাফটি টি পেস্ট করবেন এবং এর নীচে আপনি সিগনেচার করবেন।
WBSSC upper primary online application process
WBSSC_upper_primary_online_application_process
WBSSC_upper_primary_online_application_process

FAQs

কবে শুরু হবে এই আপার প্রাইমারির অনলাইন এপ্লিকেশন ?

আজ ৪ঠা জানুয়ারি ২০২১ থেকে।

সবাই কি এই আপার প্রাইমারির অনলাইন এপ্লিকেশনে অংশগ্রহন করতে পারবে ?

না। যারা ২০১৬ সালে করেছিলেন তাঁরা পাবেন।

নতুন কোনও একাডেমিক যোগ্যতা এড করা যাবে ?

না। লাস্ট ডেট ২৪/১০/২০১৬ র পরে আপনি কোনও একাডেমিক যোগ্যতা এই এপ্লিকেশনের সঙ্গে যুক্ত করতে পারবেন না।

কি কি ডকুমেন্ট লাগবে ?

উপরে দেওয়া আছে ।

কোন সাইট থেকে করা যাবে এই অ্যাপ্লিকেশন ?

সাইট হল www.westbengalssc.com

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here