West Bengal Higher Secondary Board Examination in 2021

0
46

West Bengal Higher Secondary Board Examinationঃ- আজেক ছিল একটি হাই লেভেলের মিটিং দেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে সমস্ত রাজ্যে শিক্ষামন্ত্রীদের । এই উচ্চ-স্তরের বৈঠক শেষে দুটি প্রস্তাব দেওয়া রাজ্য গুলিকে বলে খবর। এই দুই উপায়ে রাজ্য সরকার বোর্ড পরীক্ষা নিয়ে নিজেরা সিধান্ত নিতে পারবে বলেও খবর বেরিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে ক্লাস ১২ এর পরীক্ষা হবে কিনা বা কোন উপায়ে হবে সেই নিয়ে আজকের এই পোষ্ট।

West Bengal Higher Secondary Board Examination

আজকে মিটিং এর শেষে যে দুটি প্রস্তাবের কথা জানা গিয়েছে সেই প্রস্তাব গুলো হল – ১) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কেবলমাত্র কয়েকটি প্রধান বিষয়ে পরীক্ষা নেওয়া হোক এবং ঐ পরীক্ষার নাম্বারের ভিত্তিতে বাকী বিষয়গুলিতে নাম্বার দেওয়া হোক।

২) দ্বিতীয় বিকল্পটি ছিল – নিজের স্কুলে পরীক্ষা নেওয়া হোক । কিন্তু পরীক্ষার প্যাটার্নটি এমন ভাবে পরিবর্তন করতে হবে যাতে কেবল উদ্দেশ্যমূলক প্রশ্ন {objective question} থাকে এবং তিন ঘণ্টার পরিবর্তে কেবলমাত্র দেড় ঘন্টা{১ ঘণ্টা ৩০ মিনিটে} পরীক্ষা নেওয়া হোক।

West_Bengal_Higher_Secondary_Board_Examination
West_Bengal_Higher_Secondary_Board_Examination

জানা গিয়েছে দেশের বেশির ভাগ রাজ্য এই সমস্ত প্রস্তাবগুলোকে খারিজ করেছেন !! যদিও সেন্ট্রাল গভঃ এর তরফে এখনও আধিকারিক ভাবে কোনও কিছু পুষ্টি করা হয় নি বা নোটিশ সামনে আসেনি। নোটিশ সামনে আসলে আপনারা এখানে ক্লিক করে তা ডাউনলোড করে নিতে পারবেন।

West Bengal Higher Secondary Board Examination

এই দিকে আজকে রাজ্য ও কেন্দ্র সরকারের বোর্ড পরীক্ষা নিয়ে বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ অভিমত দিলেন দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি বলেছেন যেহেতু দেশের ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের গড় বয়স 17.4 বছর এবং এই রকম দেশের ছাত্রছাত্রী রয়েছে প্রায় ১.৫ কোটি । তাই তাঁদের বোর্ড পরীক্ষা আগে , তাঁদেরকে টিকা দেওয়ার জন্য ফাইজারের সাথে কথা বলতে হবে সেন্ট্রাল গভঃ কে ।

West_Bengal_Higher_Secondary_Board_Examination
West_Bengal_Higher_Secondary_Board_Examination

এই দিকে রাজ্যে নতুন শিক্ষা মন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়েছেন পরীক্ষা বাতিল হচ্ছে না । তবে এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে পরীক্ষা। এখানে ক্লিক করুন খবরটি পড়তে।

West_Bengal_Higher_Secondary_Examination_2021
West_Bengal_Higher_Secondary_Examination_2021

BREAKING NEWS

এইমাত্র পাওয়া খবর অনুযায়ী CBSE বোর্ড দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য পরীক্ষার দিনক্ষণ এবং ফরম্যাট ১লা জুন ঘোষণা করবেন।

FAQs

CBSE বোর্ড পরীক্ষা কি হবে ?

হ্যাঁ হবে।

কবে রুটিন জানা যাবে CBSE board exam নিয়ে ?

১লা জুন।

West Bengal Higher Secondary Board Examination date ?

এখনও ঘোষণা হয় নি ।

West Bengal Higher Secondary Exam কি বাতিল হতে পারে ?

না।

West Bengal মাধ্যমিক পরীক্ষার আপডেট কি ?

wb hs exam home center এ হবে ?

হ্যাঁ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here