West Bengal Internship Scheme 2022-রাজ্যের সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ,পোর্টালে আবেদন,বেতন-শূন্যপদ,very big news

0
233

West Bengal Internship Scheme 2022রাজ্যের সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য একটি নির্দিষ্ট পোর্টালে {West Bengal Internship Portal} ও খোলা হচ্ছে। সেখানে রাজ্যের স্নাতকোত্তর যুবক-যুবতীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবে। আজকে এই পোষ্টে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ইন্টার্ন নিয়োগ,বেতন এবং শূন্যপদ নিয়ে আলোচনা করা হবে। কবে এবং কিভাবে আবেদন করা হবে তার আপডেট এখানে শেয়ার করা হবে।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিতে নির্দিষ্ট একটি ‘পোর্টাল’ চালু করতে চলেছে রাজ্য সরকার। ঐ পোর্টাল তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে।সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোর্টালের উদ্বোধন করবেন।

West Bengal Internship Scheme 2022{ইন্টার্নশিপ প্রোগ্রাম কি?}

West_Bengal_Internship_Scheme_2022
West Bengal Internship Scheme 2022

রাজ্যের স্নাতকোত্তর যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকার একটি নতুন স্কিম নিয়ে এসেছে “ইন্টার্নশিপ” নামে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার স্নাতকোত্তর যুবক-যুবতীরা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্নের জন্য আবেদন করতে পারবেন। মাসিক একটি নির্দিষ্ট বেতনে এই ইন্টার্ন নিয়োগ {West Bengal Internship Scheme} করা হবে। এঁদের প্রাথমিক ভাবে দু’বছরের জন্য রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে ।কিন্তু কেউ ইচ্ছে করলে তারপরেও এই ইন্টার্ন হিসাবে কাজ করা যাবে।

Salary for WB Internship Scheme 2022{ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য বেতন কত দেওয়া হবে ?}

স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি গত ১৯শে জুন মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে।প্রতি মাসে তাঁরা ৬,০০০ টাকা সাম্মানিক পাবেন। ইন্টার্নশিপের মেয়াদ দু’বছরের জন্য হলেও, ইচ্ছে করলে তারপরেও করা যাবে।

কিভাবে এই ইন্টার্ন নিয়োগ করা হবে? West Bengal Internship Scheme Portal ?

West_Bengal_Internship_Scheme
West Bengal Internship Scheme

রাজ্যের স্নাতকোত্তর যুবক-যুবতীরা, রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য রাজ্য সরকার একটি নির্দিষ্ট পোর্টাল খুলতে চলেছে। আগামী ৭ই জুলাই নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে। ঐ পোর্টালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্নের জন্য আবেদন করা যাবে। এখানে ক্লিক করে ইন্টার্নের পোর্টাল সম্পর্কে আরও বিশদে জানতে পারবেন। ইন্টার্নের নোটিশ দেখতে হলে এখানে ক্লিক করুন

West Bengal Internship Scheme Vacancy?

স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবে। গোটা বিষয়টি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেৃত্বতাধীন একটি বোর্ড। প্রতি বছর ৬০০০ জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে বলে জানা গিয়েছে।

ইন্টার্নশিপ সফল ভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে কৃষি দপ্তর নোডাল এজেন্সি হলেও, রাজ্যের সব দপ্তরেই করা যাবে ইন্টার্নশিপ।

WB_HS_Exam_in_Two_Phase
West Bengal Internship Scheme

Some Key Highlight of West Bengal Internship Scheme

রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ করবে।
নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে ৭ জুলাই।
ওই পোর্টাল তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে।
স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার জন্য এই স্কিম।
স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রতি বছর ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে।
প্রতি মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন।
ইন্টার্নশিপের মেয়াদ দু’বছরের জন্য হলেও, ইচ্ছে করলে তারপরেও করা যাবে।
West Bengal Internship Scheme

FAQs

কবে এই ইন্টার্নশিপ নিয়োগের পোর্টাল চালু হবে?

এই ইন্টার্নশিপ নিয়োগের পোর্টাল আগামী সপ্তাহে চালু হবে বলে জানা গিয়েছে।

শুরুতে কত ইন্টার্নশিপ নিয়োগ করা হবে?

প্রতি বছর ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে।

ইন্টার্নশিপদের বেতন কত হবে?

মাসিক ৬,০০০ টাকা করে।

ইন্টার্নশিপদের মেয়াদ কত দিনের?

ইন্টার্নশিপের মেয়াদ দু’বছরের জন্য । কিন্তু কাজের পারফর্মেন্স এর ভিত্তিতে আরও কিছু বছর এই ইন্টার্নশিপ করা যাবে।

রাজ্যে কোন কোন দপ্তরে এই ইন্টার্নশিপের সুযোগ মিলবে?

রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে এই ইন্টার্নশিপের সুযোগ মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here