Latest updates are out today for west Bengal school reopening .Today cm Mamata Banerjee give a hint when and how west Bengal school reopening.
West Bengal School Reopening
এই মুহুর্তের সবথেকে বড় খবর এবং সবথেকে ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে স্কুল খোলা নিয়ে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে সেপ্টেম্বর মাস নাগাদ ।
হ্যাঁ এরকম একটা খবর বেরিয়ে আসছে আজকে । আজকে নবান্নে যে প্রেস কনফারেন্স ছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশকিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন । ভিডিও মাধ্যমে আমরা কিছুক্ষণ পরেই তুলে ধরব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি কি জানিয়েছেন ।
আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে , আগস্ট মাসে কিছু কিছু দিন করা লকডাউন লাগু থাকবে রাজ্যে । নিচে কোন কোন দিনে আগস্ট মাসের লকডাউন চলবে সেটা দেওয়া হয়েছে। অগাস্ট মাসের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন চলবে।
এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে , এখনই স্কুল খুলছে না। তিনি স্কুল খোলার ব্যাপারে পরিষ্কার ভাবে জানিয়েছেন যে, আগস্ট মাসের কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না । যদি পরিস্থিতি ভালো হলে 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে !
যদি স্কুল খোলা হয় সেক্ষেত্রে অল্টারনেট হিসেবে স্কুল খোলা হবে এবং অল্টারনেট হিসেবে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে বলে জানা গিয়েছে । নিচের ভিডিওতে আমরা আরও তথ্য পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি । নিচের ভিডিওটি ক্লিক করে আপনার আপডেট জেনে নিতে পারবেন ।
এখন অব্দি খবর আগস্ট মাসের পরিস্থিতি দেখে সেপ্টেম্বর মাসে স্কুল খুলবে কিনা সেটা পর্যালোচনা করা হবে এবং পরিস্থিতি ঠিক হলে স্কুল খোলা হবে । সেপ্টেম্বর এর শুরুর মধ্যে এই স্কুল খোলা হবে কিনা সেই নিয়ে আপডেট বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। তাই আগস্ট মাসের সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করছে স্কুল খোলা হবে কিনা ।
এই নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন, লকডাউনের নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।
Live Video About School Reopening In West Bengal.
[su_youtube url=”“]