West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019

3
7831

West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019:- আজকের এই পোষ্টে আমরা ১৮ বছরের ইক্রিমেন্ট এর বেনিফিট ,শিক্ষক শিক্ষিকাদের জন্য কিভাবে লাগু হবে সেটা নিয়ে আলোচনা করবো । সরাসরি নীচের দেওয়া ক্যালকুলেটর দিয়ে হিসাবনিকাস ও আপনারা করতে পারবেন। এই “18 years Service benefits as per ROPA 2019” নিতে হলে প্রথমেই আপনাকে ১৮ বছরের Continuous and satisfactory সার্ভিস করতে হবে। নীচে কিছু রুলস এবং রেগুলেসন দেওয়া আছে সেইগুলো ভালো ভাবে দেখে নেবেন।

West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019

ROPA-2019 এ 18 years এর ক্ষেত্রে Additional Increment এর পৃথক কোনো Scale নেই। Vide GO No. 437-SE(P&B)/SL/5S-408/19 dated 13.12.2019 ( এখানে ক্লিক করে Memorandum টি ডাউনলোড করে নিতে পারবেন ) ।

ঠিক ROPA 2009 এর মতনই ROPA 2019 অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা এই বেনেফিট পাবেন !! এখানে যে উল্লেখযোগ্য আপডেটটি হল লেভেল এর পরিবর্তন হওয়া। একজন শিক্ষক-শিক্ষিকার 18 year’s Service সম্পন্ন হলে তার কেবলমাত্র Level-টি পরিবর্তন হবে অর্থাৎ এক প্রকারে প্রমোশন !! যেমন সে যদি Level-9{GP-3600} এ কর্মরত হন তাহলে তিনি সেখান থেকে Level-10{ {GP-3900} তে যাবেন।

অথবা Level-11 {GP-4100} থেকে Level-12 {GP-4400} তে যাবেন ।

West_Bengal_Teachers_18_years_Service_benefits_as_per_ROPA_2019
West_Bengal_Teachers_18_years_Service_benefits_as_per_ROPA_2019

উদাহরণ : একজন প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক/শিক্ষিকার 18 year’s Service সম্পন্ন হল, তার বর্তমান GP হল 3600 এবং Level হল 9, সে এই 18 years Service benefits এর জন্য Level-10{ {GP-3900} তে যাবেন।

West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019, CALCULATOR

এই 18 years Service benefits শুধুমাত্র Level-11{GP-4100} অব্দি পাওয়া যাবে। ROPA 2019 – Vide GO No. 437-SE(P&B)/SL/5S-408/19 dated 13.12.2019, PAGE NO- 6 , PARA NO- 11 .

তাহলে আর একটি উদাহরণ যদি নেওয়া হয় কোনও উচ্চ-প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যলয়ের একজন Pass Graduate Course এর শিক্ষক-শিক্ষিকার 18 year’s Service সম্পন্ন হলে, তার Level-11(Grade Pay Rs 4100/-) থেকে সে Level-12(Grade Pay Rs 4400/-) তে পৌঁছবে।

To see 2021 July Increment Calculator and 10/20 years benefit calculators CLICK HERE.

Please Note

মনে রাখতে হবে, যদি আপনি 18 years benefit আগে নেন তাহলে Annual Increment সেই বছর আর পাবেন না ।
কারণ একটা Increment পাওয়ার পর নূন্যতম 6 six months এর পর অন্য কোনো Increment এর সুবিধা লাগু হয় ।
অর্থাৎ দুটো Increments এর মাঝে Minimum 6 six months এর ব্যবধান থাকতেই হবে।
ROPA 2019 – Vide GO No. 437-SE(P&B)/SL/5S-408/19 dated 13.12.2019, PAGE NO- 7 , PARA NO- 11,Note No-1 .
ডিটেলস আপডেট পেতে এখানে ক্লিক করুন
West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019
18y
West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019

উদাহরণ: ধারা যাক, কোনো শিক্ষক-শিক্ষিকার Joining Date হল 25.01.2003, তাহলে তার Annual Increment এবং 18 years Service benefits হবে 1st July, 2021। সে ,18 years পূর্ণ করছে 24.01.2021 এ এবং 18 years benefit এর সুবিধা পাবেন 25.01.2021 থেকে। এক্ষেত্রে 18 years benefit ৬ মাস পিছিয়ে যাবে এবং উভয়ই – Annual Increment এবং 18 years benefit, ০১/০৭/২০২১ থেকে কার্যকর হবে। কিন্তু যদি কেউ উল্টোটা করেন, মানে 18 years benefit আগে নেন তাহলে সেই বছর আর Annual Increment পাবেন না !!

18yc

YouTube Video about West Bengal Teachers 18 years Service benefits as per ROPA 2019

FAQs

Up to which Level a School teaches can get 18 years incremental benefit ?

Up to Level 11.

Grade Pay in Level 11 is ?

Rupees 4100.

Can a Primary school teachers get 18 years incremental benefit ?

Yes.

Primary school teachers joining Grade Pay is ?

Grade Pay rupees 3600 and Level 9.

Is this 18 years benefit look like cas benefit which govt employee are gets?

Yes{its look like cas- carrier advancement scheme}.

How much gap required in between two incremental benefit ?

Minimum 6 month.

From where i get ropa 2019 for teachers in west bengal pdf?

From this post you able to download ROPA 2019 for school teachers.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here