what is lock down? how its prevent from spreading covid 19,corona virus

0
13

আজ গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছে রাজ্য সরকার।করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে অবশেষে কলকাতা সহ রাজ্যের সব পুর শহরে “লক ডাউনের” ঘোষণা করল রাজ্য সরকার। কাল বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যে লক ডাউন চলবে।

এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে কি এই “লক ডাউনের“??

এর উত্তর আমারা খোঁজার চেষ্টা করেছি । “লক ডাউনের” কথার সহজ এবং সরল উত্তর হল গৃহবন্দি। এই গৃহবন্দি আর পাঁচটা গৃহবন্দি থেকে সম্পূর্ণ আলাদা। কারন এই গৃহবন্দি থেকে আমারা যেমন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচবো । ঠিক সেই রকম ভাবে আমারা এটা ছড়ানোও বন্ধ করব। এর ফলে দেশের সার্বিক উন্নিতি হবে।

তাহলে এবার আপনার মনে প্রশ্ন জাগবে যে,তাহলে বাজার হাট কিভাবে করব। এর উত্তর হল কোনও জরুরি পরিস্থিতি আপনি বাড়ি থেকে বের হতে  পারবেন। অর্থাৎ আপনার কোনও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বের না হওয়াকেই বলা হচ্ছে “লকডাউন”

এবং এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন।কিছু জরুরি পরিষেবা যেমন, খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্য়াব ৷ চালু থাকবে দুধ ও জল সরবরাহ ৷ “লকডাউন” এর আওতার বাইরে রেশন দোকান ও মুদির দোকান ৷

এর ফলে বেশি চিন্তার কিছু নেই “লকডাউন” হলে আখেরে লাভ হবে সবারই । কারন এই covid 19,corona virus থেকে বাচার একমাত্র উপায় হল corona virus এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা। ফলে বাড়িতে থাকলে যেমন সংস্পর্শে আসা বন্ধ হবে ঠিক তেমনই জিনি আক্রান্ত তাঁর দেহ থেকে এই corona virus টি ছড়াতেও পারবে না। 

আপনারা এই লকডাউন যাতে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করে তার জন্য এখানে গিয়ে ভোট দিন। ভোট দিতে এখানে ক্লিক করুন।

কারন ৭ দিন যদি আমারা এই করোনা ভাইরাস ছড়াতে না দি তাহলে আমারা একবারে বেঁচে যাবো। তাই ভোট তা অবশ্যয় দিন। এখানে ক্লিক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here