শেষ হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা, এবার ফলাফল প্রকাশের পালা। যা নিয়ে ইতিমধ্যেয় আপডেট আসতে শুরু করে দিয়েছে।যে সমস্ত খবরা খবর গুলি বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে,এবছর অর্থাৎ ২০২০ সালের মাধ্যমিকের ফলাফল অপেক্ষাকৃত কম সময়ে প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। তা নিয়ে তোরজোড়ও শুরু হয়েছে ।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
যে সমস্ত খবর বেরিয়ে এসেছে তাতে দেখা যাচ্ছে যে,মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে এবছর অর্থাৎ ২০২০ সালের মাধ্যমিকের ফলাফল ! তবে এর জন্য এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ সেরে ফেলতে হবে।
যদিও দ্রুত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কিছু সমস্যা রয়েছে । সেগুলি হল ১. আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা । কারণ এই পরীক্ষার সঙ্গেও অনেক শিক্ষক এবং বিদ্যালয় যুক্ত থাকে । ফলে দ্রুত খাতা দেখা নিয়ে সমস্যা হতে পারে ! ২. আসন্ন রাজ্যের পুরভোট । সেই দিকেও মধ্যশিক্ষা পর্ষদ কে অবশ্যই নজর দিতে হবে ,মাধ্যমিকের ফল প্রকাশে জন্য !
গতবছর লোকসভা নির্বাচনের জেরে ২০১৯ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই এবার যাতে সেই দেরি না হয় সেই দিকে নজর রেখে কাজ সেরে রাখতে চাইছে পর্ষদ বলে মনে করছে অনেক অভিজ্ঞ মহল ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
পে কমিশনের ক্যাল কু লেটর দিয়ে পে কমিশনের হিসাব করতে এখানে ক্লিক করুন
CLICK HERE TO KNOW YOUR TOTAL GRATUITY AND COMMUTATION VALUE CALCULATOR FOR RETIRED PERSON IN WB
|