নবম ও দশমে এবার আসছে শারীরশিক্ষা ! বাড়তে পারে শিক্ষক নিয়োগ ?

0
24

শারীরশিক্ষা এবং কর্ম শিক্ষা বিষয় হিসাবে আগেই গুরুত্ব পেয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণি অব্দি সিলেবাস এ । এবার রাজ্য সরকার  নবম ও দশমে শ্রেণিতে ঐচ্ছিক বিষয় হিসাবে অন্তরভুক্তি করা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে বলে খবর। গতকাল বেহালাতে এক সভায় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এমন টাই জানিয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে।

 

FB IMG 1576374968888

তবে আগামী শিক্ষা বর্ষে তা চালু হবে কিনা তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে। কারণ শুধু  চালু করলেই হবে না ,তার জন্য প্রয়োজনিয় শিক্ষক এবং পোরিকাঠামো  দরকার । মনে করা হচ্ছে প্রথমে এটিকে ঐচ্ছিক বিষয়  হিসাবে চালু করা হতে পারে। পরে ছাত্র ছাত্রীদের কাছে গুরুত্ব পেলে তা তখন বিষয় হিসাবে অন্তরভুক্তি করা হতে পারে !


TO READ 6TH PAY COMMISSION NEWS CLICK HERE

TO READ PRIMARY TEACHERS RECRUITMENT NEWS CLICK HERE

TO READ UPPER PRIMARY TEACHERS RECRUITMENT NEWS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here