www bsk wb gov in recruitment 2023|BSK new recruitment 2023|BSK recruitment 2023 apply online,very big news

1
499

www bsk wb gov in recruitment 2023– বাংলা সহায়তা কেন্দ্র নতুন(BSK new recruitment 2023) করে নিয়োগ নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে! জানা গিয়েছে ফের একবার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বাংলা সহায়তা (BSK recruitment 2023 apply online)কেন্দ্র। জানা গিয়েছে রাজ্যে নতুন করে পশ্চিমবঙ্গ সরকার আরও বাংলা সহায়তা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তাই পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য জুড়ে ২৩ টি জেলায় বাংলা সহায়তা কেন্দ্রে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে প্রায় তিন হাজার কর্মী নিয়োগ করতে চলেছে বলে খবর সামনে এসেছে। সমগ্ৰ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বেকার যুবক যুবতীদের কাছে এটা একটা বিরাট খবর!

www bsk wb gov in recruitment 2023(Bangla Sahayata Kendra Recruitment 2023)

BSK new recruitment 2023(BSK recruitment 2023 apply online)
BSK new recruitment 2023(BSK recruitment 2023 apply online)

বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় মোট ৩৫৪১টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, যেখানে মোট ৭১২০ জন কর্মরত। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে আরও ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) স্থাপন করছে রাজ্য সরকার। এবার ঐ ১৪৬১টি বাংলা সহায়তা কেন্দ্র ২৯২২ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মন্ত্রীসভার তরফ থেকে এই পরিমাণ শুন্যপদে নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।

BSK new recruitment 2023

পদের নামডাটা এন্ট্রি অপারেটর।
শূন্য পদ২৯২২ টি
বেতন১০,০০০
নিয়োগ প্রক্রিয়াইন্টার ভিউ এর মাধ্যমে!
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
নোটিশ এখানে ক্লিক করুন (serial no 162)
BSK new recruitment 2023(BSK recruitment 2023 apply online)

BSK recruitment 2023 apply online

খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের প্রক্রিয়া নিয়ে অফিশিয়াল নোটিশ প্রকাশ করা হবে।নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই আমরা আপনাদের এই পেজের মাধ্যমে শেয়ার করে দেবে ! এই বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে! অনলাইন পোর্টাল কিছু দিনের মধ্যেই চালু হবে বলে জানা গিয়েছে! যে নতুন বাংলা সহায়তা কেন্দ্রে খোলা হবে সেখানে মুলত আধার কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেওয়া হবে!

নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধন সমস্ত কাজ হবে এই বাংলা সহায়তা কেন্দ্রে। আধার কার্ডের বিভিন্ন সমস্যার সমাধান করতে জনগণকে অনেক হয়রানির শিকার হতে হয়, এই সমস্যা দূর করার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আধার কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা সহ অন্যান্য সব সরকারি পরিষেবা দিতে রাজ্যবাসীদের জন্য,রাজ্য সরকার আরও নতুন করে এই ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) গড়ে তোলার কাজ শুরু করেছে !

এই সাইটে গিয়ে (www bsk wb gov in recruitment 2023) নতুন নিয়োগ সম্পর্কে আরও আপডেট আপনারা পেতে পারবেন!

www bsk wb gov in recruitment 2023
www bsk wb gov in recruitment 2023(file image)

পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় নতুন করে গড়ে তোলা ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রের মধ্যে যে জেলায় যতগুলি শূন্যপদ রয়েছে তা হল-

BSK_new_recruitment_2023
BSK_new_recruitment_2023
  • ১) বাঁকুড়ায় ৭৮ টি।
  • ২) আলিপুরদুয়ারে ৩৪ টি।
  • ৩) কলকাতায় ৩০ টি‌।
  • ৪) উত্তর দিনাজপুরে ৪৫ টি।
  • ৫) কালিম্পঙে ২৯ টি।
  • ৬) হুগলীতে ৭৯ টি।
  • ৭) নদিয়ায় ৭৭ টি।
  • ৮) জলপাইগুড়িতে ৩৫ টি।
  • ৯) ঝাড়গ্ৰামে ৩৪ টি।
  • ১০) মুর্শিদাবাদে ১০৭ টি।
  • ১১) পশ্চিম মেদিনীপুরে ১০৩ টি।
  • ১২) পূর্ব মেদিনীপুরে ১০১ টি।
  • ১৩) দক্ষিণ ২৪ পরগনায় ১৫৯ টি।
  • ১৪) কোচবিহারে ৪৮ টি।
  • ১৫) বীরভূমে ৬৪ টি।
  • ১৬) দার্জিলিঙে ৩৬ টি।
  • ১৭) পূর্ব বর্ধমানে ৭৩ টি।
  • ১৮) উত্তর ২৪ পরগনায় ৮২ টি।
  • ১৯) পশ্চিম বর্ধমানে ২৮ টি।
  • ২০) পুরুলিয়ায় ৬৪ টি।
  • ২১) হাওড়াতে ৬০ টি।
  • ২২) দক্ষিণ দিনাজপুরে ২৩ টি।
  • ২৩) মালদহে ৭২ টি।

FAQs

বাংলা সহায়তা কেন্দ্রের নতুন করে কবে থেকে নিয়োগ করা হবে?

জানা গিয়েছে খুব শীঘ্রই বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে নিয়োগের জন্য কত শূন্য পদ রয়েছে?

প্রায় ৩০০০ নতুন শূন্য পদ রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে নিয়োগের জন্য।

বাংলা সহায়তা কেন্দ্রে মুলত কি কি কাজ করতে হয়?

বিভিন্ন ডাটা এন্ট্রি করতে হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ এই বাংলা সহায়তা কেন্দ্রে করা হয়।

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ কি চুক্তিভিত্তিক ?

হ্যাঁ, এই নিয়োগ চুক্তিভিত্তিক ।

বেতন কত দেওয়া হয় বাংলা সহায়তা কেন্দ্রেের কর্মীদের?

মাসিক ১০,০০০ টাকা করে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here