ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট খুব তাড়াতাড়ি জমা পড়ার কথা জানা যাচ্ছিল তাতে বাৎসরিক যে ইনক্রিমেনট তাতে খুব একটা হেরফের হবে না বলে জানা যাচ্ছে । অর্থাৎ ৩ % বা তার কাছাকাছি থাকছে। তবে রোপা ২০০৯ থেকে যে জুলাই মাসে কর্মচারীরা এই ইনক্রিমেনট পেয়ে থাকে । কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত কর্মচারী আপ্রিল,মে অথবা জুন মাসে অবসর নেবে তাঁদের একটা বিরাট লস হচ্ছে ,লাস্ট ওই এক কিংবা দুমাস চাকরি জীবন পুরন করতে না পারার দরুন ।
তাই বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও শিক্ষক সংগঠন ষষ্ঠ বেতন কমিশনের কাছে দাবি রেখেছে যে কর্মচারীদের কর্মজীবনের যোগ দানের মাসটিকে ইনক্রিমেনট এর ভিত্তি মাস হিসাবে গণ্য করা হোক যাতে তাঁদের শেষ ইনক্রিমেনট টি লস না হয়।
এখন যেহেতু বেতন কমিশনের রিপোর্ট জমা পরেনি তাই আশাকরা হচ্ছে যে এই গুরুত্ব পূর্ণ বিষয়টি অবশ্যই পে কমিশনের চেয়ারম্যান ভাবনা চিন্তা করবে এবং করা উচিত ।